আওয়ার টাইমস্ নিউজ।
আগের ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৯ তারিখেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
আজ সোমবার (১৫ মার্চ) কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতি মাসের ১৯ তারিখে এই পরীক্ষা নেওয়ার কথা জানান তিনি।
এদিকে বিশ্বব্যাপী চলমান প্রানঘাতী করোনাভাইসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হয়ে যাওয়ার ফলে এই পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে ৪১তম বিসিএসের পরীক্ষার্থীরা।