আওয়ার টাইমস্ নিউজ।
দেশে চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছর থেকেই বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সরকার প্রতিবারেই ধাপে ধাপে বৃদ্ধি করেছে এই ছুটি গুলো। আগামী ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারো বৃদ্ধি করেছে সরকার।
আজ বুধবার (২৬ মে) দুপুরের দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার কথা জানিয়েছেন। মন্ত্রী এ সময় শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটি আগামী ১২ই জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।
এসময় মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারবো।