স্টাফ রিপোর্টার: মহিউদ্দিন খান।
দীর্ঘদিন ধরে প্রাণঘাতী করোনা মহামারির কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক কবে খুলবে, এ বিষয়ে দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে মন্ত্রিসভার এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় আগামী দু’একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।
এদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বব্যাপী চলমান করোনা মহামারী শুরু হবার পর থেকেই চলতি বছরের মার্চ মাস থেকেই সম্পূর্ণ বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে সরকার কয়েক ধাপে একাধিকবার এই ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।