Our Times News
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো স্বাস্থ্যবিধি মেনে খোলার প্রস্তুতি শুরু করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন এর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এই করোনা মহামারী চলাকালে স্বাস্থ্যবিধি মেনেই সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এই নির্দেশনাটিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনেই সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো পুনরায় চালু করার নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।
এদিকে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলে দেওয়ার প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সবরকম পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে, যেমন পোস্টার লিফলেট তৈরি করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিচরণ করতে বলা হয়েছে, এবং এর একটি খসড়াসহ উপস্থাপন করার জন্য অনুরোধ করা হয়েছে।