Our Times News
দেশের সকল স্কুলশিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি নতুন বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতির মধ্যেও সরকার দেশের প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীদের হাতে যথাসময়ে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
চলমান করোনা পরিস্থিতির মধ্যে সব রকম স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। আগামীকাল ১ জানুয়ারি ২০২১ সালের বছরের প্রথম দিন থেকেই সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব নতুন বই বিতরণ শুরু হবে। এরপর ধাপে ধাপে তিন দিন করে মোট ১২দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
এদিকে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীর মধ্যেও সময়মতো নতুন বই বিতরণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওই সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের পাঠ কার্যক্রম যেন ঠিকমতো চলে সেজন্যই আমরা এ মহামারীর মধ্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছি, তিনি আরো বলেন সারা বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীর মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছে স্কুল শিক্ষার্থীরা। তারা যেন নতুন বইটা হাতে পায়, ও নতুন বইয়ের মধ্যে নিজের নামটা লিখতে পারে, এবং নতুন বই পেয়ে আনন্দ উল্লাস করতে পারে সে চেষ্টা আমরা করছি।