আওয়ার টাইমস্ নিউজ।
দেশে পতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে মরণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ কে রুখতে সরকার দেশে সর্বত্রক লকডাউন ঘোষণা করেছিল। এই লকডাউন পরিস্থিতি ও করোনা আক্রান্তদের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুননির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জানা গিয়েছে, নতুন তারিখ অনুযায়ী চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের পরীক্ষা ৩১ জুলাই, বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের পরীক্ষা ৬ আগস্ট, কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা ৭ আগস্ট, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনটের পরীক্ষা ১৩ আগস্ট এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।