স্টাফ রিপোর্টার:
“ভুলতা স্কুল এন্ড কলেজ” এর সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম স্যারের আকস্মিক মৃত্যুতে ইশা ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানার শোক প্রকাশ।
বরেণ্য শিক্ষাবিদ ও রূপগঞ্জ থানার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভুলতা স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম স্যার ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্যারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানার সংগ্রামী সভাপতি মুহাম্মাদ আবু বকর।
তিনি বলেন, স্যার ছিলেন সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ এবং সর্বোপরি অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি তাঁর জ্ঞানের মহিমায় সর্বত্র আলোকিত করার চেষ্টায় ব্রতী ছিলেন। আজ ১০ সেপ্টেম্বর ২০২০ খ্রীস্টাব্দ রোজ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টায় স্যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রূপগঞ্জবাসী একজন অভিভাবক কে হারিয়েছে।
আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রূপগঞ্জ থানা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করছি মহান আল্লাহ তায়ালা স্যারকে জান্নাতের জন্য কবুল করুন। আমীন।