আওয়ার টাইমস্ নিউজ।
বাংলাদেশের এক সময়ের অন্যতম সেরা জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য কবরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানা গিয়েছে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে তার ছেলে।
আজ শনিবার সকালের দিকে কবরীর দাফন করার প্রক্রিয়া নিয়ে তার ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে বলেছেন, তার মা কবরীর মরদেহ সকালে হাসপাতাল থেকে গুলশানের তার নিজ বাসায় আনা হয়েছে।
এসময় শাকের চিশতী আরো জানান,শনিবার জোহরের পর বনানী কবরস্থানে জানাজা এবং গার্ড অব অনার দেওয়ার পর আম্মাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবরী।