আওয়ার টাইমস্ নিউজ।
না ফেরার দেশে চলে গেলেন দেশ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। আজ শনিবার সকালের দিকে রাজধানীতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
এটিএম শামসুজ্জামানের মৃত্যুর সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই রতন জামান। তিনি জানান, শনিবার বাদ জোহর এটিএম শামসুজ্জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এটিএম শামসুজ্জামানের রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়।
তার দীর্ঘ চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জলছবি চলচ্চিত্রের জন্য।