বলিউড সেনসশন ক্যাটরিনা কাইফের প্রেমিক আরেক দফা বদলেছে। সালমান-রণবীরের পর এবার ক্যাটরিনা ভিকি কৌশলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই খবর বলিউড পাড়ায়।
অনেকদিন ধরেই নাকি তারা মন দেয়া নেয়ার খেলায় মেতে আছেন। এ নিয়ে অবশ্য সরাসরি মুখ খুলেননি দুজনের কেউই। তবে দুজনের অন্তরঙ্গতা চোখে পড়েছে অনেকের।
১৬ মে ছিল ভিকি কৌশলের জন্মদিন। ৩২ বছরে পা দিলেন তিনি। ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।
এদিকে ভক্ত থেকে পাপারাজ্জির চোখ ছিল ক্যাটরিনা কাইফের ওপর। ‘বয়ফ্রেন্ড’-এর জন্মদিন বলে কথা!
ভিকির ছবি দিয়ে একটি অ্যানিমেটেড ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ক্যাটরিনা।
ভিকির সুপারহিট ছবি ‘উরি, দ্য সারজিক্যাল স্ট্রাইক’-এর বিখ্যাত সংলাপ ‘হাউ ইজ দ্য জোশ’ মনে আছে? সেই সংলাপই শেয়ার করে তিনি লেখেন, ‘এই ‘জোশ’ যেন সব সময় ‘হাই’-ই থাকে।’
জন্মদিনে ভিকিকে ক্যাটরিনার উষ্ণ শুভেচ্ছা অনেকেরই দৃষ্টিতে এসেছে। সূত্র : জিনিউজ
সূত্রঃ যুগান্তর
সংবাদ টি ওয়েবসাইটের ডেমো হিসেবে ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ কপিরাইট যুগান্তরের।