আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে অনুষ্ঠিত সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ, অর্থায়ন বন্ধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ইরানে সাম্প্রতিক দমন-পীড়ন ও সহিংসতার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে সহিংসতা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই ইইউর নীতি।
চলতি বছরের শুরুতে ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনের সময় ব্যাপক ধরপাকড় ও প্রাণহানির অভিযোগ ওঠে। ইইউ মনে করছে, ওই দমন অভিযানে বিপ্লবী গার্ডের সরাসরি ভূমিকা ছিল। এ কারণেই আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল বলেন, ইরানে আন্দোলন দমনের নামে যে রক্তপাত হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এড়ায়নি। তার ভাষায়, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নীরব থাকা মানেই তা পরোক্ষভাবে মেনে নেওয়া।
তেহরান এর আগেও ইইউর বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় ছিল। তবে আইআরজিসিকে সরাসরি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করাকে ইরানের বিরুদ্ধে ইউরোপের সবচেয়ে কঠোর কূটনৈতিক পদক্ষেপগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইরান–ইইউ সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম