
আওয়ার টাইমস নিউজ।
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট জেমিনি এবার আরও গভীরভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে। নতুন আপডেটে ইমেইল, ডকুমেন্টসহ বিভিন্ন ব্যক্তিগত ফাইল পড়তে পারবে এই এআই টুল। গুগল জানিয়েছে, এতে ব্যবহারকারীরা আরও প্রাসঙ্গিক ও সঠিক উত্তর পাবেন।
গত বছর চালু হওয়া জেমিনির ডিপ রিসার্চ ফিচারটি আগে শুধুমাত্র ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করত। এবার নতুন সক্ষমতায় এটি জিমেইল, গুগল ড্রাইভ, ডকস, স্লাইডস, শিটস, পিডিএফ এবং গুগল চ্যাট থেকে সরাসরি তথ্য বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে পারবে। পাশাপাশি ওয়েবের বিভিন্ন উৎসও যুক্ত করা যাবে।
গুগল জানায়, জেমিনিকে ইমেইল ও ব্যক্তিগত ফাইল ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদার মধ্যে ছিল। নতুন ফিচারটি ডিফল্টভাবে সক্রিয় থাকবে না, ব্যবহারকারীকে নিজে থেকে অনুমতি দিতে হবে। ডেস্কটপে ফিচারটি ইতোমধ্যেই সক্রিয় এবং কয়েক দিনের মধ্যে মোবাইলেও চালু হবে।
সাম্প্রতিক সময়ে গুগল এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে জেমিনিতে একাধিক আপডেট যুক্ত করছে। ক্রোম ব্রাউজারে জেমিনির একীভবনকে কোম্পানি ইতিহাসের অন্যতম বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে। একইভাবে গুগল ম্যাপসের জন্যও নতুন জেমিনি ভিত্তিক ফিচার চালু হচ্ছে, যা শিগগিরই সবার জন্য উন্মুক্ত হবে।





























