
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি থাকলেও ঘূর্ণিঝড় ডিটওয়াহ বর্তমানে বাংলাদেশের তীর থেকে অনেক দূরে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তরমুখী হয়ে ভারতের তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
রোববার দুপুরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল প্রায় ১৭৭৫ কিলোমিটার দূরে। কক্সবাজার থেকে ১৭৩০ কিলোমিটার, মোংলা থেকে ১৬৩০ কিলোমিটার এবং পায়রা থেকে ১৬৪৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এটি ঘূর্ণায়মান রয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের এলাকায় বাতাসের একটানা গতি ৬২ কিমি পর্যন্ত, যা দমকা হয়ে ৮৮ কিমি বেগে প্রবাহিত হতে পারে। এ কারণে চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে,
ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।
তবে দূরবর্তী প্রভাবে আকাশ মেঘলা থাকতে পারে ২ ডিসেম্বর পর্যন্ত।
বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা উষ্ণতা বাড়তে পারে।
ডিসেম্বরের শুরুতে রাত ও দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
জেলেদের গভীর সাগরে না যেতে এবং উপকূলীয় বাসিন্দাদের নিয়মিত আবহাওয়া বুলেটিন অনুসরণ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



























