আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে সোনার দামে আবারও বড় পতন দেখা গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) লন্ডনের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৪,১৮৩.৩১ ডলারে নেমে আসে, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। যদিও পুরো সপ্তাহজুড়ে সোনার দাম এখনও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বর সরবরাহের সোনার দামও কমে প্রতি আউন্স ৪,১৮৫.৯০ ডলারে দাঁড়িয়েছে। ডলারের দুর্বল অবস্থার কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সোনা কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছেন।
গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেছেন, ডলারের দুর্বলতা এবং বিনিয়োগ প্রবাহের কারণে এই সপ্তাহে সোনার বাজার কিছুটা স্থিতিশীল এবং শক্তিশালী ছিল। বাজারে ধারণা করা হচ্ছে, ফেডারেল রিজার্ভ খুব শিগগিরই সুদহার কমাতে পারে, যা সোনার বাজারে আরও ওঠানামা আনতে পারে।
বাংলাদেশের বাজারেও এই পতনের প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দেশীয় বাজারে ভরি প্রতি সোনার দাম নির্ধারণ করা হয়েছে:
২২ ক্যারেট: ২,১৩,৭১৯ টাকা
২১ ক্যারেট: ২,০৪,০০৩ টাকা
১৮ ক্যারেট: ১,৭৪,৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪৫,৫২০ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজারের অস্থিরতার কারণে আগামী দিনগুলোতেও সোনার দামে ওঠানামা থাকতে পারে।