আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের বাজারে আবারও সোানার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য সমন্বয় করে জানিয়েছে, এক লাফে ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে মূল্যবান ধাতুটির দাম। এর আগের সমন্বয়েও ভরিপ্রতি ৪ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছিল।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয় এবং শুক্রবার থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
নতুন রেট অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।
এ ছাড়া,
২১ ক্যারেট: ২ লাখ ৪ হাজার ৩ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি বাড়তে বা কমতে পারে।
এর আগে ১১ নভেম্বর যে সমন্বয় করা হয়েছিল, সেখানে ২২ ক্যারেটের ভরি মূল্য ছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। সেই তুলনায় নতুন দামে আবারও বড় ধরনের পরিবর্তন হলো।
চলতি বছরে এখন পর্যন্ত ৭৬ বার দেশের বাজারে সোনার দাম বদলেছে,
এর মধ্যে
৫৩ বার বেড়েছে,
২৩ বার কমেছে।
রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে,
২২ ক্যারেট রুপা: ৪ হাজার ২৪৬ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ৪৭ টাকা
১৮ ক্যারেট: ৩ হাজার ৪৭৬ টাকা
সনাতন রুপা: ২ হাজার ৬০১ টাকা
চলতি বছরে এ পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় হয়েছে।