আওয়ার টাইমস নিউজ।
এক্সক্লুসিভ রিপোর্ট: হুসাইন আল আজাদ।
কখনো কখনো কিছু মৃত্যু কেবল মৃত্যুই নয়, সেগুলো ইতিহাস হয়ে ওঠে, বিবেককে নাড়িয়ে দেয়, জাতির ঘুম ভাঙিয়ে দেয়। উসমান শরীফ হাদির মৃত্যু তেমনই এক বিস্ময়কর সত্য উন্মোচন করেছে। তিনি কেবল একজন সাহসী তরুণ, প্রতিবাদী কণ্ঠ বা রাজপথের যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পবিত্র কুরআনের হাফেজ।
হ্যাঁ, বুকের ভেতর যিনি আল্লাহর কালাম ধারণ করেছিলেন, সেই বুকেই নিক্ষিপ্ত হয়েছে বুলেট। যে ঠোঁট কুরআনের আয়াত মুখস্থ করেছে, সেই ঠোঁটকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, কুরআনের কণ্ঠ কখনো স্তব্ধ হয় না। এই সত্যটি নিশ্চিত করেছেন তার শৈশবের সহপাঠী ও দ্বীনি সঙ্গী হাফেজ মাওলানা মুফতী মারুফ বিল্লাহ্, বর্তমানে তিনি সাভার উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব।
১৯ ডিসেম্বর শুক্রবার, সাভার রেডিও কলোনিতে মারকাজুল কুরআন আর রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক কুরআন মাহফিলে, আল্লামা মুস্তাকুন্নবী (হাফিযাহুল্লাহ)–এর নিকট তিনি এই তথ্য নিশ্চিত করেন। এই ঘোষণার পর হাদির শাহাদাত নতুন মর্যাদায়, নতুন আলোয় উদ্ভাসিত।
তিনি আর কেবল “নিহত” নন, তিনি হাফেজে কুরআন শহীদ।
কুরআনের হাফেজ হওয়া মানে শুধু মুখস্থ করা নয়, এটি আত্মাকে কুরআনের আলোয় গড়ে তোলা, জুলুমের সামনে নত না হওয়া, আর অন্যায়ের সঙ্গে আপস না করার অঙ্গীকার। সম্ভবত সে কারণেই হাদি ছিলেন আপসহীন। সে কারণেই তিনি ভয় পাননি। সে কারণেই তার জীবন হয়ে উঠেছে শহীদের জীবন। আল্লাহ তায়ালা নিজেই ঘোষণা দিয়েছেন, “যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের মৃত বলো না; তারা জীবিত।”
আজ হাদি জীবিত, তার রক্তে লেখা হচ্ছে নতুন অধ্যায়,তার শাহাদাত জন্ম দিচ্ছে নতুন সাহস। একটি জাতি যখন হাফেজে কুরআনদের হারায়, তখন সেই জাতির চোখে জল আসে, কিন্তু সেই জাতির মেরুদণ্ডও শক্ত হয়। উসমান শরীফ হাদি প্রমাণ করে গেছেন, কুরআন শুধু মসজিদের মিম্বরে নয়,প্রয়োজনে অন্যায়ের সামনে দাঁড়ানোর শক্তিও দেয়।
আজ আমরা শোক করছি, কিন্তু মাথা নত করছি না। কারণ এক হাফেজে কুরআনকে শহীদ করে কুরআনের পথ রুদ্ধ করা যায় না। বরং তার রক্তেই সেই পথ আরও প্রশস্ত হয়। উসমান শরীফ হাদি, তুমি ছিলে কুরআনের সন্তান,
তুমি হলে কুরআনের শহীদ, আর তুমি থাকলে এই জাতির বিবেক হয়ে,
চিরকাল। আল্লাহ তায়ালা তোমাকে শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।
লেখক বিশিষ্ট কলামিস্ট: হুসাইন আল আজাদ।
চেয়ারম্যান: MQ Global Foundation Bangladesh