
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী হাজী মোঃ ইব্রাহীম আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নির্বাচনী মাঠে নেমেই দেখালেন বড় চমক!
আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পরিবর্তনযাত্রা নামের স্লোগান নিয়ে ঢাকা ৫ আসনের এমপি প্রার্থী হিসেবে গণসংযোগ কর্মসূচি পালন করেন, এ সময় তিনি হাজার হাজার সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “
আমরা ভোগ করতে নয়, বরং পরিবর্তনের জন্য এসেছি।” তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়ে বলেন, চাঁদামুক্ত ব্যবসা-বাণিজ্য, সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, মশামুক্ত পরিচ্ছন্ন নগর এবং তরুণ-নারীবান্ধব কর্মসংস্থানের মাধ্যমে একটি আধুনিক ও টেকসই ঢাকা-৫ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
হাজী মোঃ ইব্রাহীম বলেন,“আমার রাজনীতি আমাকে ইনসাফ, সমতা, ন্যায়বিচার ও জবাবদিহিতার শিক্ষা দিয়েছে। আমি জনগণের সুখ-দুঃখে প্রাচীর হয়ে পাশে থাকতে চাই। আমি আপনাদেরই একজন, আপনাদের সেবক ও প্রতিনিধি। তাই বলছি, আমরা জাগলেই সকাল হবে, আমরা সজাগ হলেই আঁধার কেটে যাবে, ইনশা-আল্লাহ।”
তিনি আরও বলেন,“ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডে দুইবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রতিকূল পরিবেশেও জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। দায়িত্বকালীন সময়ে আমি শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি, সরকারি বরাদ্দের এক পয়সাও অপচয় হতে দিইনি। অবৈধ অর্থ গ্রহণ করিনি। আমি বিশ্বাস করি, নৈতিকতা, জবাবদিহিতা ও সততার মাধ্যমেই প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়।” ঢাকা-৫ আসনকে আমি একটি আধুনিক মডেল নগর হিসেবে গড়ে তুলব। থাকবে পরিচ্ছন্ন পরিবেশ, গ্যাস ও পানির উন্নত ব্যবস্থা, ড্রেনেজ সংস্কার এবং নারীদের স্বাবলম্বী করার প্রকল্প। তরুণদের জন্য দক্ষতা ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। স্বাধীনতার পর বহু জনপ্রতিনিধি এলেও আমাদের এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি-এবার আমাদের শপথ নিতে হবে, টেকসই পরিবর্তনের।”
আজকের এই বিশাল পরিবর্তনযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় শুরা সদস্য মাইনুল ইসলাম, ডেমরা থানা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ শাখার সভাপতি এমদাদুল হক, যাত্রাবাড়ী থানা সভাপতি আল আমিন, এবং ইসলামী শ্রমিক আন্দোলন ডেমরা থানা সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
হাজী মোঃ ইব্রাহীমের এই বক্তব্যে ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় জনতা বলছেন, “ইব্রাহীম সাহেব শুধু নেতা নন, তিনি আমাদের আশার প্রতীক।” আমরা আশা করব তিনি তার নীতি নৈতিকতা দিয়ে ঢাকা ৫ আসনের এমপি হিসেবে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশা-আল্লাহ্।



























