
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া পেরিয়ে প্রায় ৭০ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে বিরল এক ঘটনা ঘটেছে। কয়লাবাহী লাইটার জাহাজ ‘এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর’-এর ডেকে হঠাৎ লাফিয়ে উঠতে দেখা যায় অন্তত তিন মণ ইলিশ।
শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভাবনীয় দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। জাহাজে থাকা প্রকৌশলী রবিউল হোসেন ১০ সেকেন্ডের ভিডিও ধারণ করেন। তিনি জানান, এ ধরনের ঘটনা তারা আগে কখনো দেখেননি। ঘটনার সময় জাহাজ পায়রা বন্দর তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ছিল।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, “বড় শিকারি মাছের তাড়া, জাহাজের আলো ও শব্দ মিলেই এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। যখন জাহাজের পাশ দিয়ে পানির স্তর সংকীর্ণ হয়, মাছগুলো লাফিয়ে ডেকে উঠতে পারে। নেভিগেশন লাইট, ইঞ্জিনের কম্পন ও প্রপেলারের শব্দও ছোট মাছকে আকর্ষণ বা বিভ্রান্ত করতে পারে। তাই ইলিশরা দল বেঁধে জাহাজের কাছে আসে।”
জাহাজে উপস্থিতরা জানান, তিন মণ ইলিশ সংগ্রহ করতে পেরেছেন, বাকি মাছগুলো সাগরে ফিরে গেছে। এ ঘটনা প্রমাণ করে, সমুদ্রে মাছের আচরণ ও পরিবেশগত প্রভাব কতটা চমকপ্রদ হতে পারে।



























