আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।
শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ২০২৫ পুনঃনিরীক্ষণের ফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে। অন্যান্য শিক্ষা বোর্ডও তাদের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করেছে।
ফল জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd এ।
ঢাকা বোর্ডের ফল দেখতে ভিজিট করতে হবে অফিসিয়াল সাইটে।
এ বছর পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। এতে সর্বাধিক আবেদন জমা পড়ে ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।
এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।