আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা না থাকত, তবে দেশটির পরিণতি গাজার মতো হতো। তিনি ক্ষেপণাস্ত্র শক্তিকে ইরানের নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন।
শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেলারুশে প্রবাসী ইরানিদের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন,“যদি আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি না থাকত, তাহলে আজ আমাদের পরিণতিও গাজার মতো হতো। ইসরাইল যেভাবে অবাধে অপরাধ করে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে আমাদের প্রতিরক্ষা শক্তি বাড়ানো অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “গাজায় যা ঘটছে, তা যেন ইরানে না ঘটে—এজন্যই আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এত গুরুত্বপূর্ণ। ইসমাইল হানিয়ার হত্যার মধ্য দিয়ে আমার প্রেসিডেন্ট জীবন শুরু হয়েছিল, যা এখনো সংঘাতপূর্ণ অবস্থায় চলছে। তবে আমাদের নীতিতে অটল থাকতে হবে।”
ইরানের ইতিহাস ও সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন,“ইরান হাজার বছরের ইতিহাসের অধিকারী একটি জাতি। অনেক দেশ আজ নতুনভাবে আবির্ভূত হলেও, আমাদের আছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও বিশ্বাসের ভিত্তি। আমাদের উচিত এই ঐতিহ্য রক্ষা করা এবং তরুণ প্রজন্মকে তাদের শক্তি ও মর্যাদা ফিরিয়ে দেওয়া।”
ফিলিস্তিন সংকট প্রসঙ্গে তিনি আরও বলেন,“ইহুদিবাদী সত্তা এখন পর্যন্ত ৬০,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হ'ত্যা করেছে। এ এক জঘন্য অপরাধ, যা বিশ্বের চোখের সামনে ঘটছে।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা জানিয়েছে, ইরান প্রেসিডেন্ট বলেছেন,ক্ষেপণাস্ত্র না থাকলে তাদের পরিণতি গাজার মতোই হতো, ইরান সরকার ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা বুঝলেও বাংলাদেশ সরকার কবে বুঝবে? এমনও তো হতে পারে ইসরাইলকে সঙ্গে নিয়ে ভারত বাংলাদেশ দখলে ঝাঁপিয়ে পড়বে, তখন বাংলাদেশ কি দিয়ে লড়াই করবে?