রিপোর্টার: রুবায়েত।
হিব্রু পত্রিকা মারিভের এক জরিপ বলছে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চায় সিংহভাগ ইসরাইলি।
জরিপে দেখা যায়, ৫৪% পাঠক চায় – নেতানিয়াহু পদত্যাগ করুক। ৩৫% পাঠকের ইচ্ছা – তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখুক। বাকি ১০% কোনো মতামত দেয়নি।
মারিভের জরিপ মোতাবেক, এখন ইসরাইলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে, নেতানিয়াহু সমর্থিত লিকুদ পার্টি সিট পাবে ২৮টি – যা তাদের বর্তমান সিট ৩৬টি থেকে কম। সুতরাং এককভাবে লিকুদ পার্টি ইসরাইলের ক্ষমতায় বসতে পারবে না।
করোনাভাইরাসের সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগে বেশ কয়েক সপ্তাহ ধরেই তেল আবিবের সড়কে আন্দোলন করে আসছে ইসরায়ইলের নাগরিকরা। তাদের মূল দাবী – নেতানিয়াহুর পদত্যাগ। এ বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বেশ ক-দফা সংঘর্ষও হয়েছে তাদের। সূত্র: মিডেল ইস্ট মনিটর।