আগামী বুধবার ওয়াশিংটন ডিসি ছাড়ছেন ট্রাম্প!

0

আওয়ার টাইমস্ নিউজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানা খবর শোনা যাচ্ছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রের এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে,যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাচ্ছেন ট্রাম্প।

রাইটার্সের প্রতিবেদনে আরও বলা হয়, অভিষেকের আগের দিন আগামী বুধবার ওয়াশিংটন ডিসি ছাড়ার পরিকল্পনা করেছেন ট্রাম্প ও তার পরিবার। তবে যেকোনো সময় ট্রাম্পের এই কথা পরিবর্তিত হতে পারে আগামী বুধবার ট্রাম্প বক্তব্য রাখবেন কিনা তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

তবে ট্রাম্প তাঁর বিদায়ী অনুষ্ঠান ওয়াশিংটনের বাইরের ঘাঁটি জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজে করার পরিকল্পনা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানের সদর দপ্তর এই ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি কিনা দুইবার অভিশংসিত হয়েছেন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে