Our Times News
মঙ্গলবার রাশিয়া ২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন: বাকু তাদের ভূখণ্ড পুনরায় দাবি করেছে এবং তাদের অধিকার রয়েছে তুরস্কসহ যে কোনো পরামর্শক পছন্দ করতে। কারাবাখ ইস্যুতে তুরস্কের পদক্ষেপগুলো যে কোনো উপায়ে যোগ্য হতে পারে। তবে তুরস্ক আন্তর্জাতিক আইন লঙ্গনের বিষয়ে অভিযুক্ত নয়। নাগোর্নো-কারাবাখ সমস্যা নিয়ে তুরস্ক শুরু থেকে মিনস্ক গ্রুপের সদস্য ছিলো। তবে কখনোই তুরস্ককে সহ-সভাপতির মর্যাদা দেয়া হয়নি। রাশিয়া ও তুরস্ক প্রায়শই ভিন্ন অবস্থানে থাকে। তবে কূটনৈতিক উপায়ে উভয় দেশ সমঝোতায় পৌঁছতে সক্ষম হয়।
১০ই নভেম্বর রাশিয়ার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া চুক্তি করে – যার ফলে, কারাবাখ পরিস্থিতি আগামী ৫ বছর রুশ সেনাদের পর্যবেক্ষণে থাকবে। এতে মস্কোর ১৯৬০ জন সেনা আপার কারাবাখে দায়িত্ব পালন করবে। সূত্র: টিআরটি ওয়াল্ড ও আনাদোলু এজেন্সি।