আজারবাইজানের আক্রমণের মুখে ট্যাংক-গোলা রেখে পালাচ্ছে আর্মেনীয় বাহিনী।

0

রিপোর্টার: রুবায়েত।

আজারবাইজান বিমান বাহিনী গেল দুদিনে আর্মেনিয়ার বিভিন্ন এলাকায় আরো ৩টি ড্রোন ভূপাতিত করেছে।

আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন (মঙ্গলবার) গানজা শহরে একটি, ঘোরানবয় অঞ্চলে আরেকটি এবং আজ (বুধবার) স্থানীয় সময় ১২টার দিকে আজারি বিমান বাহিনী হোরাদিজ অঞ্চলে আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। এটা আর্মেনিয়ার বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, নাগোর্নো-কারাবাখ নিয়ে তুমুল যুদ্ধ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে। কারাবাখের জাবরাইল প্রদেশে আজারি সেনাবাহিনীর একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর্মেনীয় সেনাবাহিনীর ৫৫৬ রেজিমেন্ট।

গতকাল (বুধবার) আজভিশন জানিয়েছে, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাংক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া, আরো কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনী সামরিক যানবহন, গোলাবারুদ, রকেট লাঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে যায়।

আজ আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা যায় – বেশ কিছু ট্যাংকের ধ্বংসাবশেষ। রাতভর আজেরি বাহিনীর আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্রে এসব ট্যাংক রেখে পালিয়ে যায় আর্মেনীয় বাহিনী।

ইয়েনি শাফাক আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, গতরাত (মঙ্গলবার) থেকে আঘদারা, ফুজুলি, জাবরাইল ও গুবাদলি এলাকায় সম্মুখ যুদ্ধ হয়। এসব এলাকায় ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় বাহিনী। তাদের বেশ কিছু গোলাবারুদ ও বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটেছে। সূত্র: ইয়েনি শাফাক ও আজভিশন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে