আওয়ার টাইমস্ নিউজ।
অবশেষে নাইন ইলেভেনের ঘটনার ২০ বছর পূর্তির দিন আগামী ১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যার ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম দীর্ঘ যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে আগামী ১১ই সেপ্টেম্বর পালিত হবে ঐতিহাসিক টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী। আর এর আগেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা জানান তিনি।
গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে ঐতিহাসিক এই ঘোষণায় জো বাইডেন আফগানিস্তানকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেছেন।
প্রসঙ্গত,জঙ্গিগোষ্ঠী আল কায়েদার হামলার পর আফগানিস্তানে শান্তি ফেরাতে এখনো দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছেন। তাদেরকে এ বছর হামলার ২০ বছর পূর্তির আগেই দেশে ফিরিয়ে নেওয়ার কথা জানান বাইডেন। একই সঙ্গে আফগানস্থানে যে কোনো হামলার ব্যাপারে তালেবানকেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।