আওয়ার টাইমস্ নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সারা পৃথিবীব্যাপী শ’য়’তা’নি সৃ’ষ্টি’কা’রি ও যু’ব’স’মাজ ধ্বং’স’কা’রী সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও পাবজী গেমস নিষিদ্ধ করেছে আফগান তালেবান সরকার।
সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্থানের ক্ষমতাসীন তালেবান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, টিকটিক ও পাবজি এ্যাপ্স আফগান তরুণ-তরুণীদের বিপথে নিয়ে যাওয়ায় এই অ্যাপটি নিষিদ্ধ করেছে তালেবান সরকার।
আফগান তালেবান সরকার গেল বছর ক্ষমতায় আসার পরপরই দেশটিতে গানবাজনা, সিনেমা এবং টেলিভিশন শো-এর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে এই বিষয়ে এক বিবৃতিতে তালেবান সরকারের মন্ত্রিসভা টিকটক ও পাবজি দেশটির তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে বলে দাবি করেন। তাই তালেবান সরকার দেশটির টেলিকম মন্ত্রণালয়কে এসব অ্যাপ সম্পুর্ন বন্ধ করার নির্দেশ প্রদান করেন।