আফগান-মাটি ব্যবহার করে অন্য কোন দেশে হামলা চালাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন তালেবান সরকার!

0

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আফগান তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দাজা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্য কোনো দেশে হামলা চালাতে আমাদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেয়া হবে না।

সংবাদ মাধ্যম এনডিটিভির সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার (৬ জুলাই) ঈদ-উল আজহাকে সামনে রেখে এক বার্তায় তিনি এসব কথা বলেছেন।

ওই বার্তায় তিনি বলেন, কাবুল আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক চায়। কিন্তু একই সাথে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কাওকে হস্তক্ষেপ না করার জন্যেও আহ্বান জানিয়েছেন তালেবানের এই সর্বোচ্চ নেতা।

এই সময় তিনি আরও বলেন, আফগানিস্তান পারস্পরিক বোঝাপড়ার মধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সাথেই কূটনৈতিক,অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক করতে চায়।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে