আওয়ার টাইমস্ নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় তৃতীয় দিনেও দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। নতুন করে ইসরাইলের এই বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ৩৫ জন নিহত হয়েছে।
জানা গিয়েছে, আজ বুধবারও ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের গাজা শহরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়ে বেশ কয়েকটি বহুতল ভবন গুঁড়িয়ে দেয়।
এদিকে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলের বিমান হামলার জবাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা অব্যাহত রয়েছে, হামাসের এই রকেট হামলায় এখন পর্যন্ত ৫ ইসরাইলি নিহত হয়েছে।