আরব দেশগুলোকে ফরাসী পণ্য বয়কট বন্ধের আহ্বান ফ্রান্সের।

0

রিপোর্টার: সাইফুল ইসলাম।

গতকাল (রোববার) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মাদের (সল্লাল্লহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর, সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ফরাসী পণ্য, বিশেষ করে খাদ্য পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে এবং ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ। বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন এবং অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিৎ। সেই সঙ্গে সব ধরনের আক্রমণাত্মক মনোভাব – যা একটি উগ্র সংখ্যালঘু সম্প্রদায় উস্কে দিচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে।

এদিন এক টুইটে ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রো বলেছে: ‌আমরা কখনোই ইসলামী মৌলবাদীদের কাছে নতি স্বীকার করবো না। এছাড়া, আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণ এবং যুক্তিযুক্ত মতামতকে প্রতিহত করি না।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সে মহানবীর (’আলাইহিস সলাতু ওয়াস সালাম) কার্টুন প্রদর্শন এবং ম্যাখোঁর ইসলামবিদ্বেষী বক্তব্যের জেরে কুয়েত, জর্দান ও কাতারের কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া, লিবিয়া, সিরিয়া ও গাজা উপত্যকায় ম্যাঁক্রোর বিরুদ্ধে বিক্ষোভ দেখা গিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ম্যাঁক্রোর এসব ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সূত্র: বিবিসি ও আনাদোলু এজেন্সি।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে