আওয়ার টাইমস্ নিউজ।
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হয়েছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে মামুজু শহরে নিহতের সংখ্যা ২৭ জন। তিনি আরও বলেছেন, ধবংসস্তুপের নিচে অনেক মৃতদেহ আছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে ,
মামুজু শহরের এক যায়গায় আরও ৮ জন নিহত হয়েছে। এই শহরের এক বিধ্বস্ত হাসপাতালের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া বহু রোগী এবং হাসপাতাল কর্মীদের উদ্ধারে অভিযান চলছে।
সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ১ টার সময় ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানার পর হাজারো মানুষ জীবন বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। ভূমিকম্পে অন্তত ৬০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।