আওয়ার টাইমস্ নিউজ।
ইন্দোনেশিয়ায় স্কুল ছাত্র ও অভিভাবক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এ ভয়াবহ বাস দুর্ঘটনায় বাসটির ৩৯ জন যাত্রী প্রানে বেঁচে গিয়েছেন।
জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় গতকাল বুধবার (১০ মার্চ) দেশটির জাভা দ্বীপের কাছে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে,পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ২৭ জন নিহত হয়।
এদিকে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ছিলেন।