ইরানের একটি ক্লিনিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৯ জন নিহত।

0

স্টাফ রিপোর্টার:

ইরানের রাজধানীর একটি হাসপাতালে গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সেখানকার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির সংবাদে
বলা হয় সিনা আথার ক্লিনিকে ওই দুর্ঘটনায় আরও বেশ কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। অন্যদিকে রাজধানী তেহরান কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনাটি গ্যাস লিক থেকেই হয়েছে।

এদিকে, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি বলেছেন, এই বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছে। সূত্র বিবিসি:

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে