Our Times News
আজ সোমবার ইরানের পরমাণুবিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদেহর মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।
ইরানের রাজধানী তেহরানের উত্তরাংশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সংবাদ ইরান প্রেস এজেন্সি।
গত শুক্রবার সন্ধ্যার দিকে পরমাণু বিজ্ঞানী মোহসেন ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় জেরে নিহত হন।
এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগ জানিয়েছেন,গেল শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদেহকে বহনকারী গাড়িতে হামলা করে। এ সময় পরমাণু বিজ্ঞানী মোহসেনের দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসী গুষ্টির চরম সংঘর্ষ হয়, সংঘর্ষের সময় ফাখরিজাদেহ গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দল তাকে মৃত ঘোষণা করেন।