Our Times News
সউদি সিংহাসনের উত্তরসূরি মুহম্মদ বিন সালমান হাইম সাবানকে বলেছেন: প্রতিবেশী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো ইসরাইলের সঙ্গে আমি সম্পর্ক স্বাভাবিক করতে পারবো না। নইলে ইরান, কাতার বা আমার নিজ দেশের লোকরা আমাকে মেরে ফেলবে।
বুধবার মার্কিন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষে এক অনলাইন প্রচারে হাইম সাবান এসব তথ্য জানিয়েছেন।
বাইডেনের তারিফ করে ডেমোক্র্যাটিক পার্টির দীর্ঘদিনের দাতা সাবান বলেন: বাইডেন প্রেসিডেন্ট হলে, মার্কিন-ইসরাইল জোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করা আমেরিকার সব ইহুদি শান্তিতে ঘুমাতে পারবেন। সূত্র: হারিৎস ও মিডল ইস্ট আই।