Our Times News
দখলদার ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার ২৮ আগষ্ট ) অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী বাহিনীর দল কয়েক দফা বিমান এবং ট্যাংক থেকে গোলাবর্ষণ করে।
পরে এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামাসের একাধিক ভূগর্ভস্থ স্থাপনা এবং সামরিক অবস্থানে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করা হয়েছে। তারা এই বিবৃতিতে দাবি করেন। হামাস গাজা থেকে ছয়টি রকেট ছোঁড়ার পরই ইসরাইলি বাহিনী হামাসের অবস্থানে হামলা চালিয়েছে।
কিন্তু জানা গিয়েছে ইসরাইলী সেনারা হামাসের অবস্থানে গোলাবর্ষণ করার পরই হামাস ইসরাইলে রকেট ছোঁড়ে। তবে উভয়ের এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় কোন হতাহতো বা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায় নি।