ইয়েমেনে হস্তক্ষেপে সৌদি আরবের চেয়েও মারাত্মক পরিণতি হবে তুরস্কের: হুতি আনসারুল্লাহ!

0

আওয়ার টাইমস্ নিউজ।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল ওহাব আল-মাহবাশী ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন: তুরস্কের মতো দেশের তরফ থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত মোটেই সঠিক নয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সউদী আরব চরমভাবে পরাজিত হয়েছে এবং তুরস্ক হস্তক্ষেপ করলে, তাদের জন্যেও ভালো কিছু অপেক্ষা করছে না। তুরস্কের সেনারা ইয়েমেনের মাটিতে প্রবেশ করলে, তারা আগ্রাসী সউদী আরবের চেয়ে বেশি ভাগ্য বিপর্যয়ে মুখে পড়বে। আমেরিকা ও পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো তাদের সকল অর্থ ঢেলেছে এবং গণমাধ্যম ও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বিজয়ের চেষ্টা করেছে। কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা নিজেরাই পালাতে বাধ্য হয়েছে। এখন তারা নিজেদের সৃষ্ট সংকট থেকে বেরুবার পথ খুঁজছে। এ অবস্থায় তুরস্ক ইয়েমেন যুদ্ধে জড়িয়ে পড়লে, এটাই প্রমাণিত হবে যে, দেশটি কোনো জ্ঞানী মানুষের শাসিত হয় না, বরং তারা অদূরদর্শী আর যুক্তিনির্ভর নয়। ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলে, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও দেশটির সেনাবাহিনীর জন্যে সুখকর সমাপ্তি নেই।

উল্লেখ্য, আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, তুরস্কের শত শত সামরিক যান আফ্রিকার কয়েকটি বন্দরে নেয়া হয়েছে। সেখান থেকে সেগুলোকে ইয়েমেনে পাঠানো হবে। সূত্র: ইরনা ও পার্সটুডে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে