আওয়ার টাইমস্ নিউজ।
করোনা ভাইরাসের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার আসার পর থাইল্যান্ডে অ্যাস্ট্রজেনেকার করোনার টিকাদান কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর টিকা গ্রহণের মধ্য দিয়ে থাইল্যান্ডে টিকাদান কার্যক্রম উদ্বোধন হওয়ার কথা ছিল।তবে এই টিকায় রক্ত জমাট বাধায় বলে খবর আসলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন বন্ধ করা হয়।
এরআগে ডেনমার্ক ও নরওয়ের মতো দেশেও এই টিকাদান কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এই বিষয়ে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি বলেছে, টিকা নেওয়ার ফলে রক্ত জমাট বাধার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।