এবার পাকিস্তানেও ঘাতক করোনার তাণ্ডব,একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড!

0

আওয়ার টাইমস্ নিউজ।
বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে! এবার বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের মতো পাকিস্তানেও করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জানা গিয়েছে,দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটিতে একদিনে সর্বাধিক মানুষের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের জাতীয় দৈনিক পত্রিকা ডনের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বাধিক মৃত্যুর পর এখন পর্যন্ত সর্বমোট করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৯৯ জনে। পাশাপাশি দেশটিতে করোনায় সনাক্তের সংখ্যাও আশঙ্কাজনক ভাবে বাড়ছে। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের পাঞ্জাবেই সর্বাধিক ৯৮ জন মানুষ করোনায় হারিয়েছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে