আওয়ার টাইমস্ নিউজ।
সারাবিশ্বেই নতুন করে তুলনামূলক হারে বৃদ্ধি পাচ্ছে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা। যার ফলে বাংলাদেশসহ সারাবিশ্বেই এই ভাইরাসের প্রকোট কমাতে আরোপ করা হচ্ছে বিভিন্ন বিধি নিষেধ। এবার করোনা মহামারীর সংক্রমণ রোধে ১১টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
যেই দেশগুলোর নাগরিকদের ওপর বাংলাদেশের প্রবাসী নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, বলিভিয়া,আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।