আওয়ার টাইমস্ নিউজ।
গত বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতনিয়াহুর সাথে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানতে তুলনা করায় দেশটির বিরোধী দলীয় এক নেত্রীর বিরুদ্ধে ২ লাখ ৫০ হাজার লিরা ক্ষতিপূরণ দাবি করে মানহানি মামলা করেছেন এরদোয়ান।
সেকুলার, কামালপন্থী ও পাশ্চাত্য ধারায় বিশ্বাসী ইয়ি (গুড) পার্টির ঐ নেত্রী মেরাল একসেনার চলতি সপ্তাহে সংসদে এক বক্তব্যে বলেন: এরদোয়ান ক্ষমতা টিকিয়ে রাখতে নেতানিয়াহুর মতো একই কৌশল অবলম্বন করছেন। এরদোয়ানের ইসরাইলি সংস্করণ বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক বিরোধী দলকে কোণঠাসা করতে এবং নিজের আসন রক্ষা করতে বেসামরিক জনগণ ও শিশুদের ওপর হামলা চালাতে দ্বিধা করেননি।
এরদোয়ান এ মন্তব্যকে অনৈতিক বলে উল্লেখ করে বলেন: নেতানিয়াহু আমাদের বন্ধু কখনো ছিলেন না এবং কখনো হবেনও না। সূত্র: বিবিসি, টাইমস অব ইসরাইল ও এনডিটিভি।