কমিউনিস্ট সব বিদ্রোহীকে শেষ করে দাও: ফিলিপাইনের প্রেসিডেন্ট!

0

আওয়ার টাইমস্ নিউজ।
শুক্রবার ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন: আমি সামরিক বাহিনী ও পুলিশকে বলেছি – তোমরা কমিউনিস্ট বিদ্রোহীদের সাথে সশস্ত্র লড়াইয়ে মুখোমুখি হলে, ওদের খতম করো! নিশ্চিত হও যে, আসলেই তাদের হত্যা করেছো! জীবিত কাউকে পেলে, শেষ করে দাও! ওদের নিজ নিজ পরিবারের কাছে লাশ পাঠানোর বিষয়টি কেবল নিশ্চিত করো! মানবাধিকারের কথা ভুলে যাও! এটা আমার হুকুম! আমি জেলে যেতেও ইচ্ছুক! এতে আমার কোনো সমস্যা হবে না! যে কাজটা আমার করা লাগবে – সেই কাজটি করতে আমার কোনো দ্বিধা নেই। (কমিউনিস্ট বিদ্রোহীদের উদ্দেশে) তোমরা সবাই দস্যু। তোমাদের কোনো মতাদর্শ নেই। এমনকি চীন ও রাশিয়াও এখন পুঁজিবাদী। তবে তোমরা অস্ত্র ত্যাগ করলে তোমাদের জন্যে চাকরি, জীবিকা ও বাসস্থানের ব্যবস্থা করা হবে।

দুতের্তের এ ঘোষণায় মাদকবিরোধী অভিযানের মতো ফিলিপাইনে নতুন করে রক্তপাত শুরু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আল-জাজিরা।

উল্লেখ্য, কমিউনিস্ট নাস্তিকরা ১৯৬৮ সাল থেকে ফিলিপাইন সরকারের বিরুদ্ধে লড়াই ও সন্ত্রাস করে আসছে। দেশটির সেনাবাহিনীর হিসাবে এ বিদ্রোহকে কেন্দ্র ৫৩ বছরে ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সূত্র: আল-জাজিরা ও এক্সপ্রেস ইউকে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে