কয়েক মিলিয়ন করোনা ভ্যাকসিন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন!

0

বিশ্বের বিভিন্ন দেশে কয়েক মিলিয়ন করোনা ভ্যাকসিন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। যে দেশ গুলোতে চীনের তৈরি করোনা ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়াল পরিচালিত হয়েছে, অনুমোদন পাওয়া মাত্রই আগামী মাসগুলোতে সেসব দেশে ভ্যাকসিন সরবরাহ করতে প্রস্তুত চীন। এ ছাড়াও করোনার ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন দেশটির নেতারা।

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, করোণা ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দিতে সেনজেন আন্তর্জাতিক বিমানবন্দরের গুদামের ভেতর সাদা রঙের কয়েকটি চেম্বার বসানো হয়েছে। এই চেম্বার গুলো তাপমাত্রা নিয়ন্ত্রিত।‌ চেম্বারের নিরাপত্তায় ফেস মাক্স ও গাউন পরা কর্মীরা সেখানে রয়েছেন। গুদামের এই অংশে যারা রয়েছেন তাদের সকলকের জন্য ১৪‌দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে