করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

0

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাম্পের করোনা শনাক্তের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। ওয়াশিংটনে ওয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতার কারনেই ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার করোনাভাইরাসের কিছু ‘হাল্কা উপসর্গ’ দেখা দেয়, ট্রাম্প এবং তার স্ত্রীর শরীরে। কিন্তু বুধবার রাতেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া কোয়ারেন্টিনে আছেন।

এদিকে ওয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কতার অংশ হিসেবে ওষুধ দেওয়ার পর তিনি কিছুটা ক্লান্ত অনুভব করলেও তার ভালো মেজাজে ছিলেন। পরে ওয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভালো আছেন, তার কিছু হাল্কা উপসর্গ দেখা দিয়েছে এবং তিনি সারা দিন কাজও করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসর্গের মধ্যে রয়েছে হাল্কা জ্বর রয়েছে ,এবং ট্রাম্পের অতিরিক্ত সতর্কতার জন্য তাঁর ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিন ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে