আওয়ার টাইমস্ নিউজ।
বাংলাদেশে বেড়েই চলছে মহামারী করোনার তাণ্ডব। করোনার এই তাণ্ডবে মারা যাচ্ছেন অনেক গুণী জ্ঞানী মানুষ।এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহাম্মেদ।
আজ শনিবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
উল্লেখ্য,তিনি গত ২৭ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সবশেষ ২০১৯ সালের ২২ মে মহাপরিচালক হিসেবে পরিবেশ অধিদফতরে যোগদান করেন ড. এ কে এম রফিক আহাম্মেদ।