Our Times News
এক দিনে করোনা আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ রেকর্ড গড়ল ভারত। দেশটিতে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৬৫২ জন।
আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ভারতের স্বাস্থ অধিদপ্তর এই তথ্যটি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরোও জানায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই দেশটির ২০ লাখ ৯৬ হাজার মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। যা দেশটির সুস্থতার হার ৭৩.৯০% শতাংশ।
দেশটিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেন আরোও ৯৭৭ জন। এ নিয়ে ভারতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮৬৬ জনের।
ভারতীয় গণমাধ্যমসুত্রে আরোও জানা যায় দেশটির সর্বোচ্চ আক্রান্ত এলাকা মহারাষ্ট্র।
রাজ্যটিতে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৮ হাজার ৬৪২ জন