আওয়ার টাইমস্ নিউজ।
কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে দেশটির সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়া হবে।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কাতারের ওপর সৌদি ও তার মিত্র রাষ্ট্রগুলো আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে দেশটির সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব।
এর আগে ইরানের সাথে কাতারের ঘনিষ্ঠতার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি সরকার। সন্ত্রাসবাদে সমর্থনও এ সিদ্ধান্তের একটি বড় বিয়য় ছিল।