কানাডায় করোনা ভ্যাকসিন রেফ্রিজারে পড়ে থাকায় ভীষন চটেছেন জাস্টিন ট্রুডো!

0

আওয়ার টাইমস্ নিউজ।
বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনাভাইরাসে কানাডাতে ১ লাখ ৪৮ হাজার নাগরিককে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দেশটিতে ফাইজার ও মডার্নারের মোট ৪ লাখ ২৪ হাজার ডোজ ভ্যাকসিন গিয়েছে। এসব টিকা দেশটির নাগরিকদের দেওয়ার পর, বাকি টিকা গুলো পড়ে রয়েছে রেফ্রিজারে।

গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর ) কানাডার স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গিয়েছে যে, দেশটি তাদের নাগরিকদেকে কি পরিমান টিকা দিয়েছে। যদিও এর আগে দেশটিতে কি পরিমান করোনা ভ্যাকসিন গিয়েছে এর তথ্য বিশ্বের বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে। জানা গিয়েছে, মূলত প্রভিন্সগুলোর ধীর গতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটিতে লাখ লাখ করোনা ভ্যাকসিন ফ্রিজারে থাকার কারণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন ফ্রিজারে এত ভ্যাকসিন পড়ে আছে, এসব ভ্যাকসিন এখন পর্যন্ত কেন নাগরিকদের কাছে পৌঁছায়নি। আমি খুবই হতাশ!

এদিকে জাস্টিন ট্রুডো জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই কানাডায় এক মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন আসবে। প্রত্যেক নাগরিক কে দুটি করে ৫০ হাজার নাগরিককে এই মাসের মধ্যেই এ ভ্যাকসিন দেওয়া যাবে। এবং তিনি আরও জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নাগরিকদের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করবে তার সরকার।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে