রিপোর্টার: রুবায়েত।
শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন: আগস্টে আমরা ৩২০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের সন্ধান পেয়েছি – যা আমাদের অত্যন্ত আনন্দ দিয়েছে। মজার বিষয় হচ্ছে, আমাদের হাতে আরো ভালো সংবাদ আছে। কৃষ্ণসাগরে আরো ৮৫ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তেলগ্যাস অনুসন্ধানী জাহাজ ফেইথ এ আবিষ্কারটি করেছে। নতুন এ আবিষ্কারে কৃষ্ণসাগরে সাকারইয়া গ্যাস ফিল্ডের মজুদ গিয়ে দাঁড়ালো ৪০৫ বিলিয়ন কিউবিক মিটারে। তুরস্কের ইতিহাসে এতো বড় প্রাকৃতিক হাইড্রোকার্বণের খনি এর আগে আবিষ্কার হয়নি। কৃষ্ণসাগরে আমরা যা পেয়েছি, তা কল্পনাতীত।
মিডেল ইস্ট মনিটর বলছে, আগস্টে কৃষ্ণসাগরের এক অনুসন্ধানে তুর্কি ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস খনি আবিষ্কৃত হয়। এরপর সেখানে অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দেন এরদোয়ান। শনিবার নতুন খনি পাওয়ার তথ্য জানালেন তিনি।
আবিষ্কৃত খনিগুলো তুরস্কের উত্তরে উপকূলীয় এলাকার ১৭০ কিঃমিঃ জুড়ে বিস্তৃত। তুর্কি সরকার নিয়ন্ত্রিত সাকারিয়া গ্যাস ফিল্ডের আওতায় এসব খনিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির প্রশাসনের দাবী – ঐ এলাকায় আরো বেশ কিছু খনি আছে। সেগুলো খুঁজে পেতে অনুসন্ধান অব্যাহত আছে। তাদের আশা, ২০২৩ সালের ভেতরেই আবিষ্কৃত এসব খনি থেকে গ্যাস উত্তোলন করা হবে। সূত্র: মিডিল ইস্ট মনিটর, ইয়েনি শাফাক, টি আর টি ওয়াল্ড, ডেইলি সাবাহ ও আনাদোলু এজেন্সি।