Our Times News
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে এসে সৌদি আরবের কাছে স্মার্ট বোমা বিক্রির জন্যে তাড়াহুড়োয় কংগ্রেসের অনুমোদন নিতে মরিয়া হয়ে উঠেছেন। আগামী ২০ জানুয়ারী তার ক্ষমতার মসনদের মেয়াদ শেষ হচ্ছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি আরবের কাছে সাড়ে সাত হাজার স্মর্ট বোমা বিক্রির জন্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে নোটিশ করেছে। তাতে বলা হয়েছে, সৌদি আরবের কাছে ট্রাম্প প্রশাসন এসব বোমা বিক্রির জন্যে রেইথন টেকনোলজিস করপোরেশনকে লাইসেন্স দেয়ার পদক্ষেপ নিচ্ছে। তা দিলে, তারা সৌদি আরবের কাছে প্রায় ৪৮ কোটি ডলার মূল্যের বোমা বিক্রির সুযোগ পাবে। রেইথন টেকনোলজিস কর্পোরেশন সউদী আরবে তাদের চলমান অস্ত্র-ব্যবসা আরো বাড়াতে চায়। সূত্র: ব্লুমবার্গ।