গল্প নয় সত্য! এবার সোনার পাহাড় মিললো আফ্রিকার দেশ কঙ্গোতে!

0

আওয়ার টাইমস্ নিউজ।
আফ্রিকার দেশ কঙ্গোতে আবিষ্কার হলো সোনার পাহাড়। বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটাই দাবি করা হচ্ছে।

জানা গিয়েছে, দেশটির দক্ষিণ কিভু প্রদেশে এই সোনার পাহাড়ের খোঁজ পাওয়ার পরই সোনার খোঁজে বহু মানুষ সেখানে রাতভর ভিড় জমাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ও ভিডিওতে দেখা গিয়েছে, দেশটির বহু মানুষ সেই পাহাড়ে সোনা খুঁজে বাড়ি নিয়ে যাচ্ছেন। যদিও পরবর্তীতে দেশটির সরকার খননকার্য সম্পুর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, সেখানকার গ্রামবাসী সোনার পাহাড়ে উঠে মাটি খুঁড়ে খুঁড়ে সোনা বের করে হাসিমুখ নিয়ে বাড়িতে যাচ্ছেন। আবার দেখা গিয়েছে, অনেকেই ধুলো কনা ঝেড়ে ঝেড়ে সোনা বের করার চেষ্টা করছেন।

এদিকে কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের মন্ত্রী ভেনান্ত বুরুমি মুহিগিরওয়া গণমাধ্যমে জানিয়েছেন, দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে লুহিহি অঞ্চলের একটি পাহাড়ে সোনার সন্ধান মিলার পর থেকেই বহু মানুষ সেখানে গিয়ে মাটি খুঁড়ে সোনা বের করা শুরু করেন।

একটি মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে